class-vi-math-chapter-1.2

এই পোস্ট টি তে আমরা ষষ্ঠ শ্রেণীর গনিত প্রভা (Gonit Prabha-vi) বই এর কষেদেখি- ১.২ ( কষেদেখি -1.2)এর সকল সমস্যার সমাধান (Mathematics solution) সহজ ভাবে করেছি যা তোমাদের অনেক ভালো ভাবে বুঝতে সাহায্য করবে, WB-গনিত-প্রভা-ষষ্ঠ-শ্রেণী (Class-VI)-কষেদেখি -1.(পূর্বপাঠের পুনরালোচনা), WB-class-vi-kosedekhi-1.2, WB-math-class-vi-kosedekhi-1.2, WB-math-class-6-kosedekhi-1.2,

কষে দেখি-1.2

  1.মনে মনে করিঃ

a. শুন্য ছাড়া 5 -এর 6 টি গুনিতক খুঁজি

সমাধানঃ শুন্য ছাড়া 5 -এর 6 টি গুনিতক হল –5, 10, 15, 20, 25, 35,….

b. 7 এর 3 টি গুনিতক খুঁজি যারা 50 এর থেকে বড়ো ।

সমাধানঃ 7 এর 3 টি গুনিতক যারা 50 এর থেকে বড়ো সেগুলি হলঃ 56, 63,70

c. দুটি 2 অঙ্কের সংখ্যা ভাবি যারা 4 এর গুনিতক।

সমাধানঃ দুটি 2 অঙ্কের সংখ্যা যারা 4 এর গুনিতক তা হল –12, 16.

d. 4 কোন কোন সংখ্যার উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা লিখি।

সমাধানঃ 4 উৎপাদক বা গুণনীয়ক হতে পারে এমন তিনটি সংখ্যা —12, 16, 20.

e. এমন দুটি সংখ্যা খুঁজি যাদের ল. সা. গু. 12 ও যোগফল 10

সমাধানঃ

a. (1 \, 9) \Rightarrow 1+9=10 এবং লসাগু = 9,

b. (2 \, 8) \Rightarrow 2+8=10 এবং লসাগু = 8,

c. (3 \, 7) \Rightarrow 3+7=10 এবং লসাগু = 21,

d. (4 \, 6) \Rightarrow 4+6=10

এবং লসাগু = 12,

e. (5 \, 5) \Rightarrow 5+5=10 এবং লসাগু = 5,

দুটি সংখ্যা যাদের ল. সা. গু. 12 ও যোগফল 10 তারা হলঃ 4, এবং 6

2. (a). 14 এর মৌলিক উৎপাদক গুলি কি কি ?

সমাধানঃ

14=1 \times 2 \times 7

\therefore14 এর মৌলিক উৎপাদক গুলি হলঃ 2, 7 (1 এর ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয়, তাই 1 মৌলিক নয় আবার যৌগিকও নয় )

(b). সব থেকে ছোট মৌলিক সংখ্যা কি?

সমাধানঃ সবথেকে ছোট মৌলিক সংখ্যা = 2

(c). কোন সংখ্যা মৌলিক ও নয় আবার যৌগিক ও নয়

সমাধানঃ 1 কারন 1 এর ক্ষেত্রে উৎপাদক দুটি আলাদা নয়, তাই 1 মৌলিক নয় আবার যৌগিকও নয় ।

3. (A). 42 কোন কোন সংখ্যার গুনিতক —-(a). 7 (b). 13 (c). 5 (d). 6

সমাধানঃ যেকোনো সংখ্যাকে সবসময়ে তার যে কোনও উৎপাদকের গুনিতক আকারে প্রকাশ করা যায়।

\therefore

42 কোন কোন সংখ্যার গুনিতক, অন্য ভাবে বললে হয় 42 তার কোন কোন উৎপাদক গুলির গুনিতক …

42= 1 \times 2 \times 3 \times 7

\therefore 42 কোন কোন সংখ্যার গুনিতক তাহলোঃ (a). 7 (d). 6

(B). 11 কোন সংখ্যার গুণনীয়ক—- (a). 101 (b). 111 (c). 121 (d). 112

সমাধানঃ

11 কোন সংখ্যার গুণনীয়ক এর মানে উপরের কোন সংখ্যা গুলি 11 এর গুনিতক খুঁজলে আমারা উত্তর টি পেয়ে যাব

101= 1 \times 101\\\\ 111=3 \times 37\\\\ 121=11 \times 11\\\\112= 2 \times 2 \times 2 \times 2 \times 7

\therefore 11 , (c). 121 এর গুণনীয়ক ।

4. সংখ্যা জোড়ার মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক সংখ্যা দেখিঃ

\bigstar পরস্পর মৌলিক সংখ্যা কাকে বলে ?

  CLASS-VI-দাগ নাম্বার -5 & 6-Annual Examination—2021/MODEL QUESTION solved /Mathematics

দুটি সংখ্যাকে পরস্পর মৌলিক সংখ্যা বলা হবে যদি তাদের মধ্যে 1 ছাড়া আর অন্য কোন সাধারন উৎপাদক না থাকে ।

অন্য ভাবে বলা যায়, দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা ।

(a). 5, 7

সমাধানঃ পরস্পর মৌলিক সংখ্যা

(b). 10, 21

সমাধানঃ

10=1 \times 2 \times 5\\\\ 21= 1 \times 3 \times 7

10, 21 এর গসাগু = 1

\therefore 10, 21 পরস্পর মৌলিক সংখ্যা ।

(c). 10, 15

সমাধানঃ

10 = 1 \times 2 \times 5 \\\\ 15 = 1 \times 3 \times 5

\therefore 10, 15 এর গসাগু = 5

\therefore 10, 15 পরস্পর মৌলিক সংখ্যা নয় ।

(d). 16, 15

সমাধানঃ

16 = 1 \times 2 \times 2  \times 2 \times 2 \\\\ 15 = 1 \times 3 \times 5

\therefore 16, 15 এর গসাগু = 1

\therefore 16, 15 পরস্পর মৌলিক সংখ্যা ।

5. এমন দুটি যৌগিক সংখ্যা খুজি যারা পরস্পর মৌলিক ?

সমাধানঃ

\bigstar যৌগিক সংখ্যা কাকে বলে?

\Rightarrow কোন সংখ্যার যদি 1 এবং সেই সংখ্যা ছাড়াও অন্য উৎপাদক থাকে তাকে যৌগিক সংখ্যা বলে ।

15= 1 \times 3 \times 5\\\\ 16 = 1 \times 2 \times 2 \times 2 \times 2

15, 16 নিজেরা যৌগিক সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা ।

15 = 1 \times 3 \times 5 \\\\ 22= 1 \times 2 \times 11

15, 22 নিজেরা যৌগিক সংখ্যা কিন্তু পরস্পর মৌলিক সংখ্যা ।

6. (a). পরস্পর মৌলিক সংখ্যার গসাগু কত?

সমাধানঃ

পরস্পর মৌলিক সংখ্যার মধ্যে একমাত্র সাধারন উৎপাদক হল ১ ।

\therefore পরস্পর মৌলিক সংখ্যার গসাগু ১।

(b). পরস্পর মৌলিক সংখ্যার লসাগু কত লিখি?

সমাধানঃ

আমরা জানি, কোন দুটি সংখ্যার গসাগু \times লসাগু = সংখ্যা দুটির গুনফল

পরস্পর মৌলিক সংখ্যার গসাগু = 1

\therefore পরস্পর মৌলিক সংখ্যার লসাগু= সংখ্যা দুটির গুনফল ।

7. নীচের সংখ্যা গুলি 1 এবং মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে গসাগু খুঁজি —–

(a). 22 , 44

সমাধানঃ

22 = 1\times 2 \times 11

44 = 1 \times 2 \times 2 \times 11

\therefore 22 , 44 এর গসাগু = 1 \times 2 \times 11=22

(b). 54, 72

সমাধানঃ

54= 1 \times 2 \times 3 \times 3 \times 3

72 = 1 \times 2 \times 2 \times 2 \times 3 \times 3

\therefore 54 , 72 এর গসাগু = 1 \times 2 \times 3 \times 3= 18

(c). 27, 64

সমাধানঃ

27= 1 \times 3 \times 3 \times 3

64 = 1 \times 2 \times 2 \times 2 \times 2 \times 2 \times 2

\therefore 27 , 64 এর গসাগু = 1

(d). 36, 30

সমাধানঃ

36= 1 \times 2  \times 2 \times 3 \times 3

30 = 1 \times 2 \times 3 \times 5

\therefore 36 , 30 এর গসাগু = 1 \times 2 \times 3 =6

(e). 28, 35, 49

সমাধানঃ

28= 1 \times 2  \times 2 \times 7

35 = 1 \times 5 \times 7

49 = 1 \times 7 \times 7

\therefore 28 , 35, 49 এর গসাগু = 1 \times 7 = 7

(f). 30, 72, 96

সমাধানঃ

30 = 1 \times 2  \times 3 \times 5

72 = 1 \times 2 \times 2 \times 2 \times 3 \times 3

96 = 1 \times 2 \times 2 \times 2 \times 2 \times 2 \times 3

\therefore 30, 72, 96 এর গসাগু = 1 \times 2 \times 3 = 6

(g). 20,

8. সংখ্যাগুলির ভাগ পদ্ধতিতে গসাগু খুঁজি——-

(a). 28, 35

সমাধানঃ

(b). 54, 72

সমাধানঃ

(c). 27, 63

সমাধানঃ

(d). 25, 35, 45

সমাধানঃ

(e). 48, 72, 96

সমাধানঃ

9. নীচের সংখ্যাগুলি মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে লসাগু খুঁজি ———

(a). 25, 80

সমাধানঃ

25 = 1 \times 5 \times 5

80 = 1 \times 2 \times 2 \times  2 \times  2 \times 5

\therefore 25, 80 এর লসাগু = 1 \times 5 \times 5 \times  2 \times 2 \times  2 \times  2  =400

(b). 36, 39

সমাধানঃ

36 = 1 \times 2 \times 2 \times 3 \times 3

39 = 1 \times 3 \times 13

\therefore 36, 39 এর লসাগু = 1 \times 2 \times 2 \times  3 \times 3 \times  13 = 468

(c). 32, 56

সমাধানঃ

32 = 1 \times 2 \times 2 \times 2 \times 2 \times 2

56 = 1 \times 2 \times 2 \times 2 \times 7

\therefore 32, 56 এর লসাগু = 1 \times 2 \times 2 \times  2 \times 2 \times 2 \times 7 = 224

(d). 36, 48, 72

সমাধানঃ

36 = 1 \times 2 \times 2 \times 3 \times 3

48 = 1 \times 2 \times 2 \times 2 \times 2 \times 3

72 = 1 \times 2 \times 2 \times 2 \times 3 \times 3

\therefore 36, 48, 72 এর লসাগু = 1 \times 2 \times 2 \times  2 \times 2 \times 3 \times 3 = 144

(e). 25, 35, 45

সমাধানঃ

25 = 1 \times 5 \times 5

35 = 1 \times 5 \times 7

45 = 1 \times 3 \times 3 \times 5

\therefore 36, 48, 72 এর লসাগু = 1 \times 3 \times 3 \times  5 \times 5 \times 7 = 1575

(f). 32, 40 , 84

সমাধানঃ

32 = 1 \times 2 \times 2  \times 2 \times 2  \times 2

40 = 1 \times 2 \times 2  \times 2 \times 5

84 = 1 \times 2 \times 2 \times 3 \times 7

\therefore 32, 40, 84 এর লসাগু = 1 \times 2 \times 2  \times 2 \times 2  \times 2  \times 3 \times  5 \times 7 = 3360

10. সংখ্যা জোড়ের মধ্যে কোনগুলি পরস্পর মৌলিক ——

(a). 47, 23

সমাধানঃ

দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা ।

  class-vi-math-chapter-1.1

47= 1 \times 47

23 = 1 \times 23

\therefore 47, 23, এর গসাগু = 1

\therefore সংখ্যা দুটি পরস্পর মৌলিক ।

(b). 25, 9

সমাধানঃ

দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা ।

25= 1 \times 5 \times 5

9 = 1 \times 3 \times 3

\therefore 25, 9, এর গসাগু = 1

\therefore সংখ্যা দুটি পরস্পর মৌলিক ।

(c). 49, 35

সমাধানঃ

দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা ।

49= 1 \times 7 \times 7

35 = 1 \times 5 \times 7

\therefore 49, 35, এর গসাগু = 1 \times 7=7

\therefore সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয় ।

(d). 36, 54

সমাধানঃ

দুটি সংখ্যার গসাগু যদি 1 হয় তাহলে সংখ্যা দুটি পরস্পর মৌলিক সংখ্যা ।

36= 1 \times 2 \times 2 \times 3 \times 3

54 = 1 \times 2 \times 3 \times 3 \times 3

\therefore 36, 54, এর গসাগু = 1 \times 2 \times 3 \times 3 =18

\therefore সংখ্যা দুটি পরস্পর মৌলিক নয় ।

11. সংক্ষিপ্ত ভাগ পদ্ধতিতে নীচের সংখ্যাগুলির গসাগু ও লসাগু নির্ণয় করো ——

(a). 33 এবং 132

সমাধানঃ

(b). 90 এবং 144

সমাধানঃ

(c). 32, 40 এবং 72

সমাধানঃ

(d). 28, 49 এবং 70

সমাধানঃ

12. সব থকে ছোট সংখ্যা খুঁজি যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য।

সমাধানঃ

সব থেকে ছোট সংখ্যা যা 18, 24 , 42 দিয়ে বিভাজ্য তা হল 18, 24 ও 42 এর লসাগু

\therefore সবথেকে ছোট সংখ্যা হল 504 যা 18, 24 ও 42 দিয়ে বিভাজ্য।

13. সবচেয়ে বড়ো সংখ্যা খুঁজি যা দিয়ে 45 ও 60 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না ।

সমাধানঃ

সবচেয়ে বড়ো সংখ্যা যা দিয়ে 45 ও 60 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না তা হল 45 ও 60 এর গসাগু

\therefore সবচেয়ে বড়ো সংখ্যা হল 5 যা দিয়ে 45 ও 60 কে ভাগ করলে কোনো ভাগশেষ থাকবে না ।

14. দুটি সংখ্যার লসাগু ও গসাগু যথাক্রমে 252 ও 6 ; সংখ্যা দুটির গুনফল কত হিসাব করি ।

সমাধানঃ

আমরা জানি যে, সংখ্যা দুটির গুনফল = সংখ্যা দুটির লসাগু \times গাসগু

\therefore সংখ্যা দুটির গুনফল = 252 \times 6

\Rightarrow সংখ্যা দুটির গুনফল = 1512

15. দুটি সংখ্যার গসাগু ও লসাগু যথাক্রমে 8 ও 280 ; একটি সংখ্যা 56 হলে অপর সংখ্যাটি কত হিসাব করি ।

সমাধানঃ

আমরা জানি যে, সংখ্যা দুটির গুনফল = সংখ্যা দুটির লসাগু \times গাসগু

\Rightarrow 56 \times অপর সংখ্যা = 280 \times 8

\Rightarrow অপর সংখ্যা = \frac{280 \times 8}{56} = 40

16. দুটি সংখ্যার গসাগু 1 ; সংখ্যা দুটি লিখি ।

সমাধানঃ

দুটি সংখ্যার গসাগু =1, অর্থাৎ সংখ্যা দুটি পরস্পর মৌলিক

যেমন – 14 ও 15 ; 14 ও 19 ইতাদি

17. 48 টি রসগোল্লা ও 64 টি সন্দেশ কোনটি না ভেঙ্গে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে দেখি ।

সমাধানঃ

48 টি রসগোল্লা ও 64 টি সন্দেশ কোনটি না ভেঙ্গে সবচেয়ে বেশি কতজনকে সমান সংখ্যায় দেওয়া যাবে তা হল 48 ও 64 এর গসাগু

  Model-Activity-Task-VI-Mathematics

\therefore 48 টি রসগোল্লা ও 64 টি সন্দেশ কোনটি না ভেঙ্গে সবচেয়ে বেশি 16 জনকে সমান সংখ্যায় দেওয়া যাবে ।

18. বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবল । কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে হিসাব করি ।

সমাধানঃ

বিভাস ও তার বন্ধুরা মিলে 8 জন অথবা 10 জন করে সদস্য নিয়ে নাটকের একটি দল তৈরির কথা ভাবল । কমপক্ষে কতজন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে তা হল 8 ও 10 এর লসাগু

\therefore কমপক্ষে 40 জন থাকলে উভয় প্রকার দল তৈরি করতে পারবে ।

19. যদুনাথ বিদ্যামন্দির স্কুলের ষষ্ঠ শ্রেণীর ছাত্রছাত্রীদের স্কুলের বাগানে ফুলের চারা লাগানোর জন্যে পঞ্চায়েত থেকে ফুলের চারা পাঠিয়েছে । হিসাব করে দেখা গেল চারাগুলিকে 20 টি, 24 টি, বা 30 টি সারিতে লাগালে প্রতিক্ষেত্রে প্রতিসারিতে সমান চারা থাকে । পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল হিসাব করে দেখি ।

সমাধানঃ

যেহেতু চারাগুলিকে 20 টি, 24 টি, বা 30 টি সারিতে লাগালে প্রতিক্ষেত্রে প্রতিসারিতে সমান চারা থাকে অর্থাৎ মোট চারার সংখ্যা 20, 24, 30 দিয়ে বিভাজ্য ,

20, 24, 30 দিয়ে বিভাজ্য সব থেকে ছোট সংখ্যা হল, 20, 24, 30 এর লসাগু

\therefore পঞ্চায়েত থেকে কমপক্ষে কতগুলি চারা পাঠিয়েছিল তা হল 20, 24, 30 এর লসাগু

\therefore \therefore পঞ্চায়েত থেকে কমপক্ষে 120 টি চারা পাঠিয়েছিল ।

20. একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি । কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একই সঙ্গে পূর্ণসংখ্যক বার ঘোরা সম্পূর্ণ করবে হিসাব করি ।

সমাধানঃ

ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি,
 কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একেই সঙ্গে পূর্ন্যসংখ্যক বার ঘুরবে তার মানে নুন্যতম কোন দূরত্ব 14 ও 35 দিয়ে ভিভাজ্য,

নুন্যতম সেই দূরত্ব হলো 14 ও 35 এর ল. সা. গু. 


\therefore কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একেই সঙ্গে পূর্ন্যসংখ্যক বার
ঘুরবে। 

21. আমি প্রতিক্ষেত্রে দুটি করে সংখ্যা লিখি যাদের

(a). গসাগু 7

সমাধানঃ

দুটি সংখ্যা যাদের গসাগু 7 এমন দুটি সংখ্যা হল : 7 ও 21

(b). লসাগু 12

সমাধানঃ

দুটি সংখ্যা যাদের লসাগু 12 এমন দুটি সংখ্যা হল: 3 ও 4

(c).

এই সমাধান গুলোর ভিডিও লিঙ্কঃ https://www.youtube.com/watch?v=4uT6jeBgz64&t=172s

Spread/ share this post

Leave a Comment