CLASS-VIII-দাগ নাম্বার -3 -Annual Examination—2021/MODEL QUESTION SOLVED/Mathematics

                               Annual Examination—2021 


MODEL QUESTION SOLVED-দাগ নাম্বার -: 3 

Class  — VIII

Subject : Mathematics
 
………………………………………………………………………………………

 

এই পোস্ট টি তে class-VIII / Class-8 এর বীজগণিত , পাটিগণিত এর কিছু গুরুত্বপূর্ণ সমস্যা /ছোট প্রশ্ন  (Short questions/  Very short question (VSQ)) সমাধান করা হয়েছে । 

সমস্যা গুলি মূলত WB-Chapter-মিশ্রণ (Mixture) – প্রশ্নমালা/ কষে দেখি -12, লেখচিত্র (Graph) – কষে দেখি/ প্রশ্নমালা -18, বীজগাণিতিক সংখ্যামালার উৎপাদক বিশ্লেষণ ( Factorization of algebraic expression) কষে দেখি/ প্রশ্নমালা -13, বীজগাণিতিক সংখ্যামালার লসাগু ও গসাগু (LCM, HCF of algebraic expression)- কষে দেখি/ প্রশ্নমালা -14, বীজগাণিতিক সংখ্যামালার সরলীকরণ (Simplification of algebraic expression) – কষে দেখি/ প্রশ্নমালা -15, সমীকরণ গঠন ও সমাধান  (Equation formation and solution ) কষে দেখি/ প্রশ্নমালা -19, ত্রৈরাশিক (Rule of three) কষে দেখি/ প্রশ্নমালা -10, শতকরা (Percentage) কষে দেখি/ প্রশ্নমালা -11 এর অন্তর্গত ।

 

 

 

3. নিম্ন লিখিত প্রশ্ন গুলির উত্তর দাও   [প্রশ্নমান 2 ]

সমাধানঃ  

36 লিটার ডেটল-জল তৈরি করলাম যাতে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 5:1

\therefore 36 লিটার ডেটল-জলে জলের আনুপাতিক ভাগহার = \frac{5}{5+1}=\frac{5}{6}

এবং  36 লিটার ডেটল-জলে ডেটলের আনুপাতিক ভাগহার  = \frac{1}{5+1}=\frac{1}{6}

\therefore 36 লিটার ডেটল-জলে জলের পরিমাণ = \frac{5}{6}\times 36=30 লিটার

এবং 36 লিটার ডেটল-জলে ডেটলের পরিমাণ = \frac{1}{6}\times 36=6

লিটার

ধরি ওই ডেটল জলে আরও x লিটার ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে ।

\therefore ডেটল জলে আরও x লিটার ডেটল মেশালে ডেটলের পরিমাণ হবে (6+x) লিটার এবং জলের পরিমাণ হবে 30 লিটার

প্রশ্নানুসারে,

30:(6+x)=3:1\\\\\Rightarrow \frac{30}{6+x}=\frac{3}{1}\\\\\Rightarrow 3(6+x)=30\\\\\Rightarrow 18+3x=30\\\\\Rightarrow 3x=30-18=12\\\\\Rightarrow x=4

\therefore

আরও 4 লিটার ডেটল মেশালে জল ও ডেটলের পরিমাণের অনুপাত 3:1 হবে ।


সমাধানঃ  

যেহেতু জল জমে বরফে পরিণত হলে 10% আয়তন বাড়ে
ধরি,  x ঘনএকক জল জমে বরফ হলে আয়তন হবে = (x+x \times \frac{10}{100}) ঘনএকক
                                                                                 = \frac{11x}{10}
ঘনএকক
তাহলে \frac{11x}{10} ঘনএকক বরফ গলে জল হলে জলের আয়তন হবে x
জলের আয়তন হ্রাস পেল = \frac{11x}{10}-x ঘনএকক
                                      =  \frac{x}{10} ঘনএকক
\therefore আয়তনের শতকরা হ্রাস = \frac{\frac{x}{10}}{\frac{11x}{10}} \times 100\\\\= \frac{100}{11}=9 \frac{1}{11}

সমাধানঃ

8 টি গরুর 4 কাহন খড় খেতে সময় লাগে 15 দিন, এই রকম 10 টি গরুর  24 কাহন খড় খেতে কত দিন সময় লাগবে ।

  Square root of perfect square
সমাধানঃ
\frac{1}{1+\frac{1}{1-\frac{1}{x}}}=\frac{2}{3}\\\\\Rightarrow \frac{1}{1+\frac{1}{\frac{x-1}{x}}}=\frac{2}{3}\\\\\Rightarrow \frac{1}{1+\frac{x}{x-1}}=\frac{2}{3}\\\\\Rightarrow \frac{1}{\frac{x-1+x}{x-1}}=\frac{2}{3}\\\\\Rightarrow \frac{1}{\frac{2x-1}{x-1}}=\frac{2}{3}\\\\\Rightarrow \frac{x-1}{2x-1}=\frac{2}{3}\\\\\Rightarrow 3(x-1)=2(2x-1)\\\\\Rightarrow 3x-3=4x-2\\\\\Rightarrow 4x-3x=2-3=-1\\\\\therefore x=-1

সমাধানঃ 

সমাধানঃ 
 
n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের অন্তঃকোণের সমষ্টি  \left \{ 180\left ( n-2 \right ) \right \}^{o}
\therefore n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের একটি অন্তঃকোণের পরিমাপ = \left \{ \frac{180\left ( n-2 \right )}{n} \right \}^{o}
আমারা জানি, বহুভুজের বাহু সংখ্যা যাই হোক না বহুভুজের বহিঃকোনের সমষ্টি =  360^o
\therefore  n সংখ্যক বাহু বিশিষ্ট বহুভুজের একটি  বহিঃকোনের পরিমাপ = \frac{360^{o}}{n}
সমাধানঃ 
a^{2}+1-\frac{6}{a^{2}}\\\\=\frac{1}{a^{2} }\left \{ a^{4}+a^{2} -6\right \}\\\\=\frac{1}{a^{2} }\left \{ a^{4}+3a^{2}-2a^2 -6\right \}\\\\=\frac{1}{a^{2} }\left \{ a^{2}(a^{2}+3)-2\left ( a^2 +3 \right )\right \}\\\\=\frac{1}{a^{2} }(a^{2}+3)(a^{2}-2)\\\\=(a+\frac{3}{a})(a-\frac{2}{a})


সমাধানঃ 

ধরি, স্থুল কোনের পরিমাণ = 3y^{o}
\therefore প্রতিটি সূক্ষ্ম কোনের পরিমাপ = y^{o}
\therefore 3y^{o}+y^{o}+y^{o}=180^o\\\\\Rightarrow 5y^{o}=180^o\\\\\Rightarrow y^{o}=36^{o}\\\\\therefore 3y^{o}=3\times 36^{o}=108^{o}

সমাধানঃ 
সমাধানঃ 
 
আমারা জানি যে সমদ্বিবাহু ত্রিভুজের সমান বাহু দুটির বিপরীত কোন গুলো সমান
\therefore \angle ABC=\angle ACB
এবং \angle ABC+\angle ACB+\angle BAC=180^o\\\\\Rightarrow 70^o+70^o+\angle BAC=180^o\\\\\Rightarrow \angle BAC=180^o-140=40^o

সমাধানঃ 

\angle ABC+\angle BAC=114^o\\\\\Rightarrow x^o+2x^o=114^o\\\\\Rightarrow 3x^o=114^o\\\\\therefore x^o=38^o\\\\\therefore 2x^o=2\times 38^o=76^o\\\\\angle ACB=180^o-114^o=66^o\\\\\angle ABC=38^o, \angle BAC=76^o

 
সমাধানঃ
ধরি, মোট x জন পরীক্ষার্থী ছিল
শতকরা 5 জন অনুপস্থিত থাকলে উপস্থিত ছিল শতকরা 95 জন
x জন পরীক্ষার্থীর মধ্যে উপস্থিত ছিল = x \times 95 \%  জন = \frac{19x}{20} জন
উপস্থিত পরীক্ষার্থীর 15\% অকৃতকার্য
\therefore অকৃতকার্য পরীক্ষার্থীর সংখ্যা = \frac{19x\times 15}{20\times 100} জন = \frac{57x}{400} জন
প্রশানানুসারে, \frac{57x}{400}=3230\\\\\Rightarrow x=\frac{3230\times 400}{57}
\therefore মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল = \frac{3230\times 400}{57} জন

এক ধরনের পিতলে তামা ও দস্তার পরিমাণের অনুপাত 5:2

\therefore 28 কিগ্রা পিতলে তামার আনুপাতিক ভাগহার = \frac{5}{5+2}=\frac{5}{7}

এবং  28 কিগ্রা পিতলে দস্তার আনুপাতিক ভাগহার  = \frac{2}{5+2}=\frac{2}{7}

\therefore 28 কিগ্রা পিতলে তামার পরিমাণ = \frac{5}{7}\times 28=20 কিগ্রা

এবং 28 কিগ্রা পিতলে দস্তার পরিমাণ = \frac{2}{7}\times 28=8 কিগ্রা

28 কিগ্রা পিতলে 4 কিগ্রা তামা মেশালে তামার পরিমাণ হবে = (20+4) কিগ্রা = 24 কিগ্রা

\therefore  28 কিগ্রা পিতলের 4 কিগ্রা তামা মেশালে তামা ও দস্তার পরিমাণের অনুপাত হবে = 24: 8=3:1

সমাধানঃ 
8a^4+2a^2-45\\\\=8a^4+(20-18)a^2-45\\\\=8a^4+20a^2-18a^2-45\\\\=4a^2(2a^2+5)-9(2a^2+5)\\\\=(2a^2+5)(4a^2-9)\\\\=(2a^2+5)\left \{ (2a)^2-3^2 \right \}\\\\=(2a^2+5)(2a+3)(2a-3)

সমাধানঃ 
 
প্রথম সংখ্যামালা
x^3-3x^2y\\\\=x^2(x-3y)\\\\=x\times x\times (x-3y)
দ্বিতীয় সংখ্যামালা
x^2-9y^2\\\\=x^2-(3y)^2\\\\=(x-3y)(x+3y)
\therefore নির্ণেয় গসাগু = (x-3y)

সমাধানঃ
\frac{2a^2b}{3b^2c}\times \frac{c^4}{3a^3}\div \frac{4bc^3}{9a^2}\\\\=\frac{2a^2b}{3b^2c}\times \frac{c^4}{3a^3}\times \frac{9a^2}{4bc^3}\\\\=\frac{a}{2b^2}

সমাধানঃ 
 
x^2-11x-42\\\\=x^2-2.x.\frac{11}{2}+(\frac{11}{2})^2-(\frac{11}{2})^2-42\\\\=(x-\frac{11}{2})^2-(\frac{121}{4}+42)\\\\=(x-\frac{11}{2})^2-(\frac{121+168}{4})\\\\=(x-\frac{11}{2})^2-\frac{289}{4}\\\\=(x-\frac{11}{2})^2-(\frac{17}{2})^2

সমাধানঃ 
\frac{x-y}{xy}, \frac{y-z}{yz},\frac{z-x}{xz} এর যোগফল,
\frac{x-y}{xy}+ \frac{y-z}{yz}+\frac{z-x}{xz}\\\\=\frac{z(x-y)+x(y-z)+y(z-x)}{xyz}\\\\=\frac{zx-zy+xy-xz+yz-xy}{xyz}\\\\=\frac{0}{xyz}=0

সমাধানঃ 

ধরি, পাত্রের আয়তন y ঘন একক

একপাত্র শরবতে 5:2 অনুপাতে সিরাপ ও জল মেশানো আছে ।

y ঘন একক শরবতে সিরাপ আছে = \frac{5y}{7} ঘন একক, এবং জল আছে = \frac{2y}{7} ঘন একক

ধরি, এই শরবতের x অংশ তুলে নিয়ে তাঁর পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে ।

x অংশে শরবতে সিরাপ থাকবে = \frac{5x}{7} অংশ

x অংশে শরবতে জল থাকবে = \frac{2x}{7} অংশ

এখন শরবতে x অংশ জল ঢাললে, জলের পরিমাণ হবে = \frac{2y}{7}-\frac{2x}{7}+x ঘন একক

এখন শরবতে সিরাপের পরিমাণ হবে = \frac{5y}{7}-\frac{5x}{7} ঘন একক,

  হার্ডি রামানুজন সংখ্যা ?

প্রশ্নানুসারে,

\frac{2y}{7}-\frac{2x}{7}+x=\frac{5y}{7}-\frac{5x}{7}\\\\\Rightarrow x+\frac{5x}{7}-\frac{2x}{7}=\frac{5y}{7}-\frac{2y}{7}\\\\\Rightarrow \frac{10x}{7}=\frac{3y}{7}\\\\\Rightarrow 10x=3y\\\\\Rightarrow x=\frac{3}{10} \times y

\therefore এই শরবতের \frac{3}{10}অংশ তুলে নিয়ে তাঁর পরিবর্তে সমপরিমাণ জল ঢাললে সিরাপ ও জলের পরিমাণ সমান সমান হবে ।

সমাধানঃ 
 
\frac{x^2+a^2}{ab}+\frac{x-a}{ax}-\frac{x^3}{a}\\\\=\frac{x(x^2+a^2)+b(x-a)-x^4b}{abx}\\\\=\frac{x^3+a^2x+bx-ab-x^4b}{abx}

সমাধানঃ 
14(x-2)+3(x+5)=3(x+8)+5\\\\\Rightarrow 14x-28+3x+15=3x+24+5\\\\\Rightarrow 17x-13=3x+29\\\\\Rightarrow 17x-3x=29+13\\\\\Rightarrow 14x=42\\\\\therefore x=3

1. Class -VIII/ Model activity task / বহু বিকল্পভিত্তিক প্রশ্নঃ পরিচিতি ও অনুশীলনী গণিত/ অষ্টম শ্রেণী : LINK:  https://www.sdtutoronline.com/2021/10/WB-Class-VIII-Model-activity-task-Math-8.html

2.  Class-VIII-দাগ নাম্বার – 1 & 2-Annual Examination—2021/MODEL QUESTION/Mathematics : LINK:

এই ব্লগ সাইটটির আরও উন্নতির জন্যে সকলের কাছে থেকে যেকোনো ধরনের পরামর্শ সাদরে গ্রহন করা হবে।  

পরের দাগের অঙ্কগুলি পরের পোস্টে দেওয়া হবে।

Spread/ share this post

Leave a Comment