Annual Examination—2021
MODEL QUESTION SOLVED-দাগ নাম্বার –2 & 3
Class — V
Subject : Mathematics
সমাধানঃ
সমাধানঃ
সিরাজ বাগানের অংশে ফুলের চারা লাগিয়েছে
মনিকা বাগানের অংশে ফুলের চারা লাগিয়েছে
কে বেশি চারা লাগিয়েছে তা জানার জন্যে আমরা
এবং
সিরাজ বাগানে বেশি ফুলের চারা লাগিয়েছে কত বেশি লাগিয়েছে তা হল
সমাধানঃ
225 বর্গমিটার ক্ষেত্রফল বিশিষ্ট একটি বর্গ ক্ষেত্রের বাহুর দৈর্ঘ্য =
মিটার

সমাধানঃ

সমাধানঃ
বাড়ির খাবার জল রাখার কুঁজোয়
লিটার জল আছে

তিনটি এক লিটার জল ভর্তি বোতলের জল কুঁজোয় দিলে
এখন কুঁজোয় জলের পরিমাণ হবে
লিটার


সমাধানঃ
গণিতের ভাষায় সমস্যাটি হল
পৃষ্ঠা সময় (মিনিট )
240 480
540 ?
ডেভিডের 240 পৃষ্ঠা পড়তে সময় লাগে 480 মিনিট
ডেভিডের 1 পৃষ্ঠা পড়তে সময় লাগে
মিনিট

ডেভিডের 540 পৃষ্ঠা পড়তে সময় লাগে
মিনিট

= 18 ঘণ্টা
সমাধানঃ
গণিতের ভাষায় সমস্যাটি হল
দূরত্ব (কিমি ) সময় (মিনিট )
24 240
10 ?
রামুর গরুর গাড়ি চেপে 24 কিমি যেতে সময় লাগে 240 মিনিট
রামুর গরুর গাড়ি চেপে 1 কিমি যেতে সময় লাগে
মিনিট

রামুর গরুর গাড়ি চেপে 10 কিমি যেতে সময় লাগে
মিনিট

= 100 মিনিট
সমাধানঃ
সানিয়া
টাকায় এক ঝুড়ি আম কিনল

বাজারে গিয়ে সেই আম বিক্রি করলও 175 টাকায়



সমাধানঃ
আয়তক্ষেত্ররের দৈর্ঘ্য = 6 মিটার
প্রস্থ = 4 মিটার 5 ডেসিমিটার = 4.5 মিটার
আয়তক্ষেত্রর ক্ষেত্রফল
বর্গমিটার

= 27 বর্গমিটার
সমাধানঃ
দুটি সংখ্যার যোগফল = 

দুটি সংখ্যার অন্তর = 















সমাধানঃ










সমাধানঃ
যে নিদিষ্ট বক্ররেখা দিয়ে বৃত্তটি তৈরি হয় তার দৈর্ঘ্যকে বৃত্তের পরিধি বলে ।


সমাধানঃ
বৃত্তের কেন্দ্র ও বৃত্তের যেকোনো বিন্দুর সংযোজক সরলরেখাংশকে বৃত্তের ব্যাসার্ধ বলে ।

সমাধানঃ
যে চতুর্ভুজের প্রতিটি অন্তঃকোণের মান
অপেক্ষা ক্ষুদ্রতর তাকে কুব্জ চতুর্ভুজ বলে ।



সমাধানঃ
নির্দিষ্ট পরিমাণ কাজের ক্ষেত্রে কাজের লোক সংখ্যা কমালে বেশি সময় লাগবে অর্থাৎ কাজের লোক ও সময়ের মধ্যে ব্যস্ত সম্পর্ক .
সমাধানঃ
যেটির হর ছোট সেই ভগ্নাংশটি বড়ো .
যেমন
ও
এর মধ্যে
বড়ো



সমাধানঃ
দশমিক বিন্দুর পরে সবসময় তিনটি অঙ্ক থাকবে
যেমন, 

সমাধানঃ



নির্ণয় সংখ্যা
= 




সমাধানঃ
ভাজ্য = ভাজক
ভাগফল + ভাগশেষ

ভাজক = 

ভাগফল =
এর
= 



ধরি, ভাগশেষ = 0
ভাজ্য = ভাজক
ভাগফল



সমাধানঃ



সমাধানঃ

সমাধানঃ

সমাধানঃ
আমাদের তিন জনের মোট ওজন =
কিগ্রা

=
কিগ্রা


সমাধানঃ
বর্গাকার মাঠের একটি বাহুর দৈর্ঘ্য = 21 মিটার
বর্গাকার মাঠের ক্ষেত্রফল =
বর্গমিটার = 441 বর্গমিটার

সমাধানঃ
সময় স্থির থাকলে কাজের লোক সংখ্যা বাড়লে বেশি পরিমাণ কাজ করা যাবে এবং লোক সংখ্যা কমলে, কম পরিমাণ কাজ করা যাবে
অর্থাৎ কাজের লোক ও সময়ের মধ্যে সরল সম্পর্ক .
সমাধানঃ
একটি বাগানের
অংশের মূল্য 320 টাকা

বাগানের সমগ্র অংশর মূল্যে =
টাকা = 768 টাকা

সমাধানঃ

পঞ্চস্তলক প্রিজমের শীর্ষ বিন্দুর সংখ্যা 6 টি

সমাধানঃ
বৃত্তের ব্যাসার্ধ উহার ব্যাসের অর্ধেক
সমাধানঃ
সমকোণী ত্রিভুজের সর্বাধিক সূক্ষ্মকোণের সংখ্যা 2 টি
মডেল প্রশ্ন দাগ নাম্বার -১ এর লিঙ্ক :
https://www.sdtutoronline.com/2021/11/class-v-math-sample-questions-solved.html
এই ব্লগ সাইটটির আরও উন্নতির জন্যে সকলের কাছে থেকে যেকোনো ধরনের পরামর্শ সাদরে গ্রহন করা হবে।