……………………………………………….
Class-VI
- কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 0.35 এবং 0.075 কে ভাগ করলে ভাগফল একটি অখণ্ড সংখ্যা হবে ।
সমাধানঃ
কোন বৃহত্তম সংখ্যা দ্বারা 0.35 এবং 0.075 কে ভাগ করলে ভাগফল একটি অখণ্ড সংখ্যা হবে তা হোল এদের গসাগু
এবং
0.35 ও 0.075 এদের গসাগু =
- কোন গরিষ্ঠ রাশি দ্বারা 1.2 গ্রাম ও 2.04 গ্রামকে ভাগ করলে প্রত্যেক ভাগফল পূর্ণ সংখ্যা হবে ?
সমাধানঃ
যে গরিষ্ঠ রাশি দ্বারা 1.2 গ্রাম ও 2.04 গ্রামকে ভাগ করলে প্রত্যেক ভাগফল পূর্ণ সংখ্যা হবে তা হোল 1.2 ও 2.04 এর গসাগু
এবং
1.2 ও 2.04 এদের গসাগু = ও
এর গসাগু = (6 ও 51 এর গসাগু)
(5 ও 25 এর লসাগু ) =
গ্রাম দ্বারা 1.2 গ্রাম এবং 2.04 গ্রামকে ভাগ করলে ভাগফল একটি অখণ্ড সংখ্যা হবে ।
- কোন লগিষ্ঠ সংখ্যাকে 0.06, 0.008, এবং 0.16 দ্বারা ভাগ করলে প্রত্যেক ভাগফল অখণ্ড সংখ্যা হবে ?
সমাধানঃ
যে লগিষ্ঠ সংখ্যাকে 0.06, 0.008, এবং 0.16 দ্বারা ভাগ করলে প্রত্যেক ভাগফল অখণ্ড সংখ্যা হবে তা হোল 0.06, 0.008, এবং 0.16 এর লসাগু
,
এবং
0.06, 0.008, এবং 0.16 এর লসাগু =
0.06, 0.008, এবং 0.16 দ্বারা যে লগিষ্ঠ সংখ্যাকে ভাগ করলে প্রত্যেক ভাগফল অখণ্ড সংখ্যা হবে তা হোল
- তিনটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে 1.6, 0.18, এবং 0.024 মিনিট অন্তর বাজতে লাগল । কতক্ষণ পর পুনরায় ওরা একসঙ্গে বাজবে ?
সমাধানঃ
তিনটি ঘণ্টা একত্রে বেজে যথাক্রমে 1.6, 0.18, এবং 0.024 মিনিট অন্তর বাজতে লাগল ,
যে সময়ের পর পুনরায় ওরা একসঙ্গে বাজবে তা অবশ্যই 1.6, 0.18, এবং 0.024 মিনিটের লসাগুর সমান হবে ।
,
এবং
1.6, 0.18, এবং 0.024 মিনিটের লসাগু= ,
, ও
এর লসাগু = (8, 9, ও 3 এর লসাগু)
(5, 50, ও 125 এর গসাগু) =
=
=
তিনটি ঘণ্টা 14.4 মিনিট পর আবার একসঙ্গে বাজবে ।
- কোন ক্ষুদ্রতম রাশিকে 2.4 টাকা , 3.6 টাকা ও 4.2 টাকা দিয়ে ভাগ করলে প্রত্যেক ভাগফল একটি অখণ্ড সংখ্যা হবে ?
সমাধানঃ
যে ক্ষুদ্রতম রাশিকে 2.4 টাকা, 3.6 টাকা ও 4.2 টাকা দিয়ে ভাগ করলে প্রত্যেক ভাগফল একটি অখণ্ড সংখ্যা হবে তা অবশ্যই 2.4 টাকা , 3.6 টাকা ও 4.2 টাকা এর লসাগু
,
এবং
2.4 টাকা , 3.6 টাকা ও 4.2 টাকা এর লসাগু = ,
, এবং
এর লসাগু = (12, 18, ও 21 এর লসাগু)
(5, 5, ও 5 এর গসাগু) =
=
=
যে ক্ষুদ্রতম রাশিকে 2.4 টাকা, 3.6 টাকা ও 4.2 টাকা দিয়ে ভাগ করলে প্রত্যেক ভাগফল একটি অখণ্ড সংখ্যা হবে তা হোল
টাকা ।
- দুটি সংখ্যার লসাগু 5 এবং সংখ্যা দুটির গুণফল 0.45 হলে সংখ্যা দুটির গসাগু কত ?
সমাধানঃ
আমরা জানি যে, দুটি সংখ্যার গুণফল = দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগু
0.45 =
দুটি সংখ্যার গসাগু
দুটি সংখ্যার গসাগু
দুটি সংখ্যার গসাগু
দুটি সংখ্যার গসাগু
দুটি সংখ্যার গসাগু
- দুটি সংখ্যার গসাগু 0.072 এবং সংখ্যা দুটির গুণফল 2.0736 হলে সংখ্যা দুটির লসাগু কত ?
সমাধানঃ
আমরা জানি যে, দুটি সংখ্যার গুণফল = দুটি সংখ্যার লসাগু সংখ্যা দুটির গসাগু
2.0736 = দুটি সংখ্যার লসাগু
দুটি সংখ্যার লসাগু
দুটি সংখ্যার লসাগু
দুটি সংখ্যার লসাগু
দুটি সংখ্যার লসাগু
সংখ্যা দুটির লসাগু
Share this Post
এই ব্লগ সাইটটির আরও উন্নতির জন্যে সকলের কাছে থেকে যেকোনো ধরনের পরামর্শ সাদরে গ্রহন করা হবে।