K.C .NAG- CLASS-VI-PM-8

……………………………………………….

Class-VI 

K. C. NAG-

প্রশ্নমালা -8

পাটি গণিত

……………………………………………………………………………………………….

1. কোন বৃহত্তম সংখ্যাদ্বারা 391 ও 46 সম্পূর্ণরূপে বিভাজ্য ? 

সমাধানঃ যে বৃহত্তম সংখ্যা দ্বারা 391 ও 48 সম্পূর্ণরূপে বিভাজ্য তা হোল 391 ও 48 এর গ. সা. গু. 

 গ. সা. গু = 23 , নির্ণেয় বৃহত্তম সংখ্যা টি হোল 23 যেটা 391 ও 48 কে সম্পূর্ণরূপে ভাগ করতে পারবে । 

2. কোন গরিষ্ঠ সংখ্যা দ্বারা 19809 এবং 9009 কে ভাগ করলে কোন ভাগশেষ থাকবে না । সমাধানঃ গরিষ্ঠ সংখ্যা দ্বারা 19809 এবং 9009 কে ভাগ করলে কোন ভাগশেষ থাকবে না অর্থাৎ 19809 এবং 9009 ওই গরিষ্ঠ সংখ্যা দিয়ে সম্পূর্ণরূপে বিভাজ্য হবে। \therefore  নির্ণেয় গরিষ্ঠ সংখ্যাটি হোল 19809 এবং 9009 এর  গ. সা. গু. 

গ. সা. গু = 9 , নির্ণেয় গরিষ্ঠ সংখ্যাটি হোল 9 যেটা দিয়ে 19809 ও 9009 কে ভাগ করলে ভাগশেষ থাকবে না । 

3.  64 ও 124 এর গ. সা. গু. তাদের ল. সা. গু. এর মধ্যে কতবার আছে ? 
সমাধানঃ    64 ও 124 এর গ. সা. গু. 

  64 ও 124 এর গ. সা. গু. = 4 

64 ও 124 এর ল. সা. গু. = 2×2×16×31=198464 ও 124 এর গ. সা. গু. তাদের ল. সা. গু. এর মধ্যে কতবার আছে তা নির্ণয় করতে হলে 64 ও 124 এর ল. সা. গু. কে তাদের গ. সা. গু দিয়ে ভাগ করতে হবে .

1984 কে 4 দিয়ে ভাগ করলে ভাগফল হোল = 496 \therefore  64 ও 124 এর গ. সা. গু. তাদের ল. সা. গু. এর মধ্যে 496 বার আছে। 
4. 162 ও 198 উভয়ই কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য ? 

সমাধানঃ 162 ও 198 উভয়ই কোন কোন সংখ্যা দ্বারা বিভাজ্য দেখার জন্য আমরা বের করব যে 162 ও 198 সব থেকে বড়ো কোন সংখ্যা দিয়ে বিভাজ্য 

162 ও 198 উভয়ই সবথেকে বড়ো কোন সংখ্যা দিয়ে বিভাজ্য তা হোল 162 ও 198 এর গ. সা. গু   

\therefore 162 ও 198 এর গ. সা. গু   = 18 যেহেতু 162 ও 198 সবথেকে বড়ো সংখ্যা 18 দিয়ে বিভাজ্য তাহলে , 162 ও 198 সংখ্যাদুটি 18 এর গুণনীয়ক গুলি দিয়েও বিভাজ্য হবে , 18 এর গুণনীয়ক গুলি হোল –  2, 3, 6, 9, 18 \therefore 162 ও 198 উভয়ই  2, 3, 6, 9, 18 দিয়ে বিভাজ্য । 

5. বৃহত্তম কোন সংখ্যা দ্বারা 122 ও 343 কে ভাগ করলে প্রত্যেকবার 3 ভাগশেষ থাকবে ? 

সমাধানঃ  নির্ণেয় বৃহত্তম সংখ্যা যা দিয়ে 122 ও 343 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 3 ভাগ শেষ থাকবে তা হলো (122-3)=119 ও (343-3)=340  এর গ. সা. গু

  CLASS-VI-Annual-Question-7-solved

\therefore 119 ও 340 এর গ. সা. গু   = 17
\therefore 122 ও 343 কে 17 দিয়ে ভাগ করলে প্রত্যেকবার 3 ভাগশেষ থাকবে . 
6.  বৃহত্তম কোন সংখ্যা দ্বারা 943 ও 1257 কে ভাগ করলে যথাক্রমে 3 ও 7 অবশিষ্ট থাকবে ?
সমাধানঃ নির্ণেয় বৃহত্তম সংখ্যা যা দিয়ে 943 ও 1257 কে ভাগ করলে যথাক্রমে 3 ও 7 অবশিষ্ট থাকবে তা হলো (943-3)=940 ও (1257-7)= 1250  এর গ. সা. গু

\therefore 940 ও 1250 এর গ. সা. গু = 10 \therefore 943 ও 1257 কে 10 দিয়ে ভাগ করলে যথাক্রমে 3 ও 7 অবশিষ্ট থাকবে । 

7. কোন গরিষ্ঠ সংখ্যা দ্বারা 6525 এবং 7890 কে ভাগ করলে  যথাক্রমে 25 ও 40 অবশিষ্ট থাকবে ?  

সমাধানঃ  নির্ণেয় গরিষ্ঠ সংখ্যা যা দিয়ে 6525 এবং 7890 কে ভাগ করলে যথাক্রমে 25 ও 40 অবশিষ্ট থাকবে তা হোল (6525-25)=6500 এবং (7890-40)=7850 এর গ. সা. গু

\therefore 6500 ও 7850 এর গ. সা. গু = 50 \therefore

6525 ও 7890 কে 50 দিয়ে ভাগ করলে যথাক্রমে 25 ও 40 অবশিষ্ট থাকবে । 

8. কোন ক্ষুদ্রতম সংখ্যা 36, 48, 56, ও 64 দ্বারা বিভাজ্য ? 
সমাধানঃ নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি যা 36, 48, 56, ও 64 দ্বারা বিভাজ্য তা হোল 36, 48, 56, ও 64 -এর ল. সা. গু. 

\therefore 36, 48, 56, ও 64 এর ল. সা. গু. = 2×2×3×2×2×7×4=4032 \therefore 4032 সংখ্যাটি যা 36, 48, 56, ও 64 দ্বারা বিভাজ্য। 

9. ক্ষুদ্রতম কোন সংখ্যাকে 18, 21, 24, ও 30 দ্বারা ভাগ করলে প্রত্যেক বার 9 ভাগ শেষ থাকবে? 

সমাধানঃ  কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 21, 24, ও 30 দ্বারা ভাগ করলে প্রত্যেক বার 9 ভাগ শেষ থাকবে তা বের করার জন্য আমার প্রথমে ক্ষুদ্রতম সংখ্যা বের করব যেটা 18, 21, 24, ও 30 দ্বারা বিভাজ্য। 

 নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি যা 18, 21, 24, ও 30 দ্বারা বিভাজ্য তা হোল 18, 21, 24, ও 30 এর ল. সা. গু. 

18, 21, 24, ও 30 এর ল. সা. গু. = 2×3×3×7×4×5=2520 \therefore নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি যা 18, 21, 24, ও 30 দ্বারা বিভাজ্য তা হোল = 2520 \therefore ক্ষুদ্রতম সংখ্যা যা 18, 21, 24, ও 30 দ্বারা ভাগ করলে প্রত্যেক বার 9 ভাগ শেষ থাকবে তা হোল = 2520+9=2529
10. কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যোগফলটি 56, 64, 72 ও 80 দ্বারা বিভাজ্য? সমাধানঃ কোন লঘিষ্ঠ সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যোগফলটি 56, 64, 72 ও 80 দ্বারা বিভাজ্য তার মানে, নির্ণেয় যোগফলটি হোল 56, 64, 72 ও 80 এর ল. সা. গু. এবং আমদের নির্ণেয় সংখ্যাটি পাবো  56, 64, 72 ও 80 এর ল. সা. গু. থেকে 1 বিয়োগ করলে 

  Model-Activity-Task-VI-Mathematics

56, 64, 72, ও 80 এর ল. সা. গু. = 2×2×2×2×7×4×9×5=20160 \therefore নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি যার  সঙ্গে 1 যোগ করলে যোগফলটি 56, 64, 72, ও 80 দ্বারা বিভাজ্য তা হোল = (20160-1)=20159

11. কোন ক্ষুদ্রতম সংখ্যা থেকে 11 বিয়োগ করলে বিয়োগফলটি 30, 36, 42, ও 48 দ্বারা বিভাজ্য ? 
সমাধানঃ বিয়োগফল টি 30, 36, 42, ও 48 দ্বারা বিভাজ্য এবং ক্ষুদ্রতম অর্থাৎ বিয়োগফলটি  30, 36, 42, ও 48 ল .সা. গু. । \therefore  30, 36, 42, ও 48 ল .সা. গু.  

লসাগু = 2 \times 3\times 2\times 5\times 3\times 7\times 4 = 5040

\therefore নির্ণেয় ক্ষুদ্রতম সংখ্যাটি = 5040+11=5051 যার থেকে 11 বিয়োগ করলে বিয়োগফলটি 30, 36, 42, ও 48 দ্বারা বিভাজ্য । 

12.  5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যার গুণনীয়ক 276 হবে । 
সমাধানঃ 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যার গুণনীয়ক 276 , সেই সংখ্যা টি 276 দ্বারা বিভাজ্য এখন আমারা খুঁজব যে 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 276 দ্বারা বিভাজ্য5 অঙ্কের বৃহত্তম সংখ্যা = 99999

276 দ্বারা বিভাজ্য 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা টি হোল = (99999-87)= 99912 \therefore 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যার গুণনীয়ক 276 সেটি হোল 99912 

13 . 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার গুণনীয়ক 173 হবে ? 
সমাধানঃ 
6 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যার গুণনীয়ক 173 , সেই সংখ্যা টি 173 দ্বারা বিভাজ্য এখন আমারা খুঁজব যে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 173 দ্বারা বিভাজ্য6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = 100000 

6 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটি 173 দ্বারা বিভাজ্য তা হোল  = (100000-6)+173=100167

\therefore 6 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যার গুণনীয়ক 173 তা হোল = 100167 . 

14. 5 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা 12, 16, 18, ও 21 দ্বারা বিভাজ্য ? সমাধানঃ  5 অঙ্কের বৃহত্তম সংখ্যা টি 12, 16, 18, ও 21 দ্বারা বিভাজ্য অর্থাৎ 5 অঙ্কের বৃহত্তম সংখ্যা টি 12, 16, 18, ও 21 এদের লাসগু দ্বারা বিভাজ্য 

লসাগু = 2\times 2 \times 3 \times 4 \times 3 \times 7= 1008

5 অঙ্কের বৃহত্তম সংখ্যা = 99999

\therefore 5 অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটি 12, 16, 18, ও 21 দ্বারা বিভাজ্য তা হোল = (99999-207)=99792

15. 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 21, 24, ও 36 দিয়ে ভাগ করলে কোন ভাগশেষ থাকে না ? 
সমাধানঃ 
 6 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাকে 18, 21, 24, ও 36 দিয়ে ভাগ করলে কোন ভাগশেষ থাকে না তা হোল 18, 21, 24, ও 36 এর লসাগু দ্বারা বিভাজ্য 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা । 

\therefore নির্ণেয় লসাগু = 2\times 2 \times 2 \times 3 \times 3 \times 7= 504 

6 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = 100000 

504 দিয়ে বিভাজ্য 6 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটি হোল = (100000-208)+504=100296

\therefore 6 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটি যাকে 18, 21, 24, ও 36 দিয়ে ভাগ করলে কোন ভাগশেষ থাকে না তা হোল = 100296

16. 5 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যোগফল টি 40, 48, 56, ও 64 দ্বারা বিভাজ্য হবে ? 
সমাধানঃ 
5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যার সঙ্গে 1 যোগ করলে যোগফল টি 40, 48, 56, ও 64 দ্বারা বিভাজ্য অর্থাৎ যোগফল টি 40, 48, 56, ও 64 এর লসাগু দ্বারা বিভাজ্য 

  CLASS-VI-দাগ নাম্বার -3 & 4-Annual Examination—2021/MODEL QUESTION/Mathematics

\therefore নির্ণেয় লসাগু = 2\times 2 \times 2 \times 2 \times 5 \times 3 \times 7  \times 4= 6720

5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা = 10000 

6720 দিয়ে বিভাজ্য 5 অঙ্কের যে ক্ষুদ্রতম সংখ্যাটি হোল = 10000+(6720-3280)=13440

\therefore 5 অঙ্কের ক্ষুদ্রতম সংখ্যা যার সঙ্গে 1 যোগ করলে যোগফল টি 40, 48, 56, ও 64 দ্বারা বিভাজ্য তা হলো = 13440-1=13439 

17. 6 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যাতে 3 যোগ করলে যোগফলটি 35, 45, 55, ও 60 দ্বারা বিভাজ্য ? 
সমাধানঃ 
6 অঙ্কের বৃহত্তম সংখ্যাতে 3 যোগ করলে যোগফলটি 35, 45, 55, ও 60 দ্বারা বিভাজ্য অর্থাৎ যোগফল টি 35, 45, 55, ও 60 এর লসাগু দ্বারা বিভাজ্য

\therefore নির্ণেয় লসাগু = 5\times 3 \times 7 \times 3 \times 11 \times 4 = 138606 অঙ্কের কোন বৃহত্তম সংখ্যা = 999999 

\therefore 6 অঙ্কের যে বৃহত্তম সংখ্যাটি 35, 45, 55, ও 60 দ্বারা বিভাজ্য তা হোল = (999999-2079)=997920\therefore 6 অঙ্কের বৃহত্তম সংখ্যা, যার সঙ্গে 3 যোগ করলে যোগফল টি 35, 45, 55, ও 60 দ্বারা বিভাজ্য তা হলো = 997920-3=997917 

18. দুটি সংখ্যার গুণফল 9984 এবং তাদের গ.সা. গু.  81, সংখ্যা দুটির লসাগু কত ? সমাধানঃ  
আমরা জানি যে, দুটি সংখ্যার গুণফল = দুটি সংখ্যার লসাগু \times সংখ্যা দুটির গসাগু

 \therefore 9984 = দুটি সংখ্যার লসাগু \times 81 \Rightarrowদুটি সংখ্যার লসাগু \times 81 = 9984 

\Rightarrowদুটি সংখ্যার লসাগু = 9984 \div 81 

\Rightarrowদুটি সংখ্যার লসাগু = \frac{9984}{81}

\therefore  দুটি সংখ্যার লসাগু = \frac{9984}{81}

19. দুটি সংখ্যার গসাগু এবং লসাগু এর সমষ্টি 680 এবং লসাগু টি গসাগু-র 84 গুন । যদি একটি সংখ্যা 56 হয়, তবে অন্যটি কত ?
সমাধানঃ 
লসাগু = 84 \timesগসাগুএবং দুটি সংখ্যার, গসাগু + লসাগু =680 

\Rightarrowগসাগু +84 \timesগসাগু = 680

\Rightarrow 85 \times গসাগু = 680

\Rightarrow গসাগু = 680 \div 85= \frac{680}{85}=8

\therefore গসাগু = 8 এবং লসাগু = 84 \timesগসাগু = 84 \times 8= 672

আমরা জানি, দুটি সংখ্যার গুণফল = দুটি সংখ্যার লসাগু \times সংখ্যা দুটির গসাগু \therefore = 56 \times অন্য সংখ্যা = 672\times 8

 \Rightarrow অন্য সংখ্যা টি = \frac{672\times 8}{56}= 96

\therefore অন্য সংখ্যাটি = 96 । 

20. চারটি ঘণ্টা একসঙ্গে বেজে পরে যথাক্রমে 10, 12, 16, ও 18 সেকেন্ডে অন্তর অন্তর বাজতে লাগল । কতক্ষণ পরে আবার একসঙ্গে ঘণ্টা গুলি বাজবে ? সমাধানঃ
চারটি ঘণ্টা একসঙ্গে বেজে পরে যথাক্রমে 10, 12, 16, ও 18 সেকেন্ডে অন্তর অন্তর বাজতে লাগল ,কতক্ষণ পরে আবার একসঙ্গে ঘণ্টা গুলি বাজবে তা হোল 

\therefore নির্ণেয় লসাগু = 2\times 3 \times 2 \times 5 \times 4 \times 3 = 720\therefore আবার একসঙ্গে ঘণ্টা গুলি বাজবে 720 সেকেন্ড বা 720 \div 60=12 মিনিট পর । 

ল. সা. গু. এবং গ. সা. গু সম্বন্ধে বিশদ ভাবে জানতে এই Link টি অনুসরন করো :   https://www.youtube.com/channel/UCog95CFgcJWFguds5r8LScQ 

এই ব্লগ সাইটটির আরও উন্নতির জন্যে সকলের কাছে থেকে যেকোনো ধরনের পরামর্শ সাদরে গ্রহন করা হবে। 

পরের দাগের অঙ্কগুলি পরের পোস্টে দেওয়া হবে।

Spread/ share this post

1 thought on “K.C .NAG- CLASS-VI-PM-8”

Leave a Comment