Model-Activity-Task-VI-Mathematics

………………………………………………………………………………………………………………..

মডেল অ্যাক্টিভিটি টাস্ক – ষষ্ঠ শ্রেণী

গনিত

পূর্ণমান -২০

January -2022

………………………………………………………………………………………………………………..

এই পোস্টটিতে class-vi-Modei Activity task-সুন্দর ভাবে সমাধান করা হয়েছে, মডেলঅ্যাক্টিভিটিটাস্ক – ষষ্ঠশ্রেণী, মডেলঅ্যাক্টিভিটিটাস্ক – ষষ্ঠশ্রেণী, গনিত, মডেলঅ্যাক্টিভিটিটাস্ক – ষষ্ঠশ্রেণী,-গনিত-সমাধান, মডেলঅ্যাক্টিভিটিটাস্ক – ষষ্ঠশ্রেণী,-গনিত-সমাধান-2022, Model-activity-Task-Mathematics-January-2022,

নীচের প্রশ্নগুলির উত্তর লেখঃ

1. সঠিক উত্তটি বেছে নিয়ে লেখঃ

(ক). 40 \div 5 \times 4 এর সরল মান হল …

(a). 2 (b). \frac{1}{2} (c). 32 (d). 20

সমাধানঃ

40 \div 5 \times 4\\\\=8 \times 4\\\\=32

সঠিক উত্তরঃ (c). 32

(খ) . 6 এর গুণনীয়ক গুলি হল ——

(a). 6 (b). 6, 3 (c). 6, 3, 2, 1 (d). 6, 3, 2, 1

সমাধানঃ

6= 1 \times 2 \times 3

সঠিক উত্তরঃ (d). 6, 3, 2, 1

(গ) . প্রকৃত ভগ্নাংশটি হল —-

(a). 2 \frac{1}{2} (b). \frac{4}{3} (c). 2 (d). \frac{3}{4}

সমাধানঃ

\bigstar প্রকৃত ভগ্নাংশ কাকে বলে?

যে সব ভগ্নাংশের লব ছোট ও হর বড়ো তাদের প্রকৃত ভগ্নাংশ বলে।

সঠিক উত্তরঃ (d). \frac{3}{4}

2. সত্য/মিথ্যা লেখো

সমাধানঃ

মোট ঘর = 8 টি

রং করা আছে = 2 টি

রং করা অংশ= \frac{2}{8}= \frac{1}{4}

উত্তরঃ সত্য

(খ). 0.35 দশমিক ভগ্নাংশে 3 এর স্থানীয় মান 30

সমাধানঃ

0.35 দশমিক ভগ্নাংশে 3 এর স্থানীয় মান = 0.3= 3 \times 10^{-1}

উত্তরঃ মিথ্যা

(গ). 5 জন রাজমিস্ত্রি একটি কাজ সম্পূর্ণ করতে 6 দিন সময় নেয় । একেই কাজ করতে রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক সরল সম্পর্ক।

সমাধানঃ

রাজমিস্ত্রি সংখ্যা বাড়ালে কম সময় লাগবে ।

রাজমিস্ত্রির সংখ্যার সঙ্গে সময়ের সম্পর্ক বিপরিত/ব্যস্ত সম্পর্ক।

উত্তরঃ মিথ্যা

3. সংক্ষিপ্ত উত্তর দাওঃ

(ক)। মানের উধক্রমে সাজাওঃ 13.3, 11.3, 1.33, 2.31

সমাধানঃ

মানের উধক্রমে সাজিয়ে পাই, —- 1.33, 2.31, 11.3, 13.3

(খ). 262 সেমি কে মিটারে প্রকাশ করো ?

সমাধানঃ

1 মিটার = 100 সেমি

1 সেমি = \frac{1}{100}

মিটার

262 সেমি = \frac{262}{100} মিটার = 2.62 মিটার

(গ). \frac{8}{5} এই ভগ্নাংশটিকে ছবির সাহায্যে দেখাও

সমাধানঃ

\frac{8}{5} = 1 \frac{3}{5}

4. (ক). একটি ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি . কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একসঙ্গে পূর্ণসংখ্যকবার ঘোরা সম্পূর্ণ করবে ।

  All algebraic formula + বিভিন্ন প্রকার একক এবং তাদের সম্পর্ক

সমাধানঃ

ইঞ্জিনের সামনের চাকার পরিধি 14 ডেসিমি এবং পিছনের চাকার পরিধি 35 ডেসিমি,
 কমপক্ষে কত পথ গেলে চাকা দুটি একেই সঙ্গে পূর্ন্যসংখ্যক বার ঘুরবে তা হলো 14 ও 35 এর 
ল. সা. গু. র সমান হবে ,


\therefore কমপক্ষে 70 ডেসিমি পথ গেলে চাকা দুটি একেই সঙ্গে পূর্ন্যসংখ্যক বার
ঘুরবে। 

(খ). 360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4 টি ট্রাক্টর লাগে। 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে হলে কয়টি ট্রাক্টর লাগবে নির্ণয় করো ।

সমাধানঃ

গণিতের ভাষায় সমস্যাটি হলো : 


 জমির পরিমান (বিঘা)         সময় (দিন)    ট্রাক্টর সংখ্যা (টি)   

           360                         20                     4

1800                    10                     ?


360 বিঘা জমি 20 দিনে চাষ করতে 4 টি ট্রাক্টর লাগে  


 1 বিঘা জমি 20 দিনে চাষ করতে  ( 4 \div 360) টি ট্রাক্টর লাগবে  


1 বিঘা জমি 1 দিনে চাষ করতে  \frac{20 \times 4}{360} টি ট্রাক্টর লাগবে


1800 বিঘা জমি 1 দিনে চাষ করতে  \frac{4 \times 20 \times 1800}{360} টি ট্রাক্টর লাগবে


1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে  \frac{4 \times 20 \times 1800}{360 \times 10} টি ট্রাক্টর লাগবে


\therefore 1800 বিঘা জমি 10 দিনে চাষ করতে 40 টি ট্রাক্টর লাগবে ।      

Spread/ share this post

Leave a Comment