Class-x
বহু বিকল্পভিত্তিক প্রশ্নঃ পরিচিতি ও অনুশীলনী
গণিত
দশম শ্রেণী
সঠিক উত্তর নির্বাচন করোঃ
-
কে
দ্বারা ভাগ করলে, ভাগশেষ কত হবে ?
-
B.
C.
D.
সমাধানঃ
ধরি, , ভাগশেষ উপপাদ্য থেকে বলা যায়
কে

-
রাশিটির শূন্য কি কি হবে?
B.
C.
D.
সমাধানঃ
এই বহুপদী সংখ্যামালার শূন্য নির্ণয়ের জন্য



-
সমীকরণের সম্ভাব্য সমাধান হবে
-
B.
C.
D.
সমাধানঃ
- 1296 কে কিভাবে লেখা যায় ?
B.
C.
D.
সমাধানঃ
- যদি 0, -1, 1 একটি বহুপদী রাশির তিনটি শূন্য হয় তাহলে বহুপদী রাশিটি হইবে
-
B.
C.
D.
সমাধানঃ
0, -1, 1 একটি বহুপদী রাশির তিনটি শূন্য হয় তাহলে বহুপদী রাশিটি হইবে
-
দ্বিঘাত সমীকরণের প্রকৃতি কি হবে ?
- বাস্তব B. বাস্তব ও অভিন্ন C. অবাস্তব D. বাস্তব ও সমান
সমাধানঃ
এই দ্বিঘাত সমীকরণটিকে
এর সঙ্গে তুলনা করে পাই

দ্বিঘাত সমীকরণের বীজ দুটি বাস্তব ও অভিন্ন
-
সমীকরণের সমাধান কি হবে ?
-
B.
C.
D.
সমাধানঃ
- যদি
সমীকরণের দুটি বীজ
ও
হয়, তাহলে
এর মান কত ?
B.
C.
D.
সমাধানঃ
এবং
-
(a এবং b ধ্রুবক এবং
) সমীকরণের লেখচিত্র হইবে ?
- x- অক্ষের সমান্তরাল B. y- অক্ষের সমান্তরাল C. মূল বিন্দুগামী D. মূল বিন্দুগামী নয়
সমাধানঃ
ধ্রুবক
ধ্রুবক, y- অক্ষের সমান্তরাল
- যদি
এবং
এর মধ্যকার দূরত্ব 5 একক হয়, তাহলে x- এর মান হবে
- 0 অথবা 6 B. 2 অথবা 3 C. -6 অথবা 0 D. 5 অথবা 1
সমাধানঃ
এবং
এর মধ্যকার দূরত্ব
=
-
এর কোন মানের জন্যে
এবং
সমীকরণ দুটির কোনও সমাধান থাকবে না ?
- 3 B. 4 C. 2 D. -2
সমাধানঃ
এবং
সমীকরণ দুটির কোনও সমাধান থাকবে না যদি
এখানে, এবং
এই সমীকরণ দুটির কোনও সাধারণ সমাধান থাকবে না এবং
- একটি পোস্টের ছায়ার দৈর্ঘ্য তাঁর উচ্চতার
গুন হলে । তাহলে সূর্যের উন্নতি কোন
-
B.
C.
D. কোনটি নয়
সমাধানঃ
- 2, 3, 5, 6, 2, 4, 2, 8, 9, 4, 5, 4, 7, 4, 4 মান গুলির সংখ্যা গুরু কত ?
- 2 B. 3 C. 4 D. 8
সমাধানঃ
তথ্য (মান) পরিসংখ্যান
2 3
3 1
4 5
5 2
6 1
7 1
8 1
9 1
13 1
- একটি নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস 4.5 সেমি এবং উচ্চতা 10 সেমি । চোঙটি গলিয়ে 1.5 সেমি দৈর্ঘ্যের ব্যাস বিশিষ্ট এবং এবং 0.2 সেমি পুরু ধাতব মুদ্রা কতগুলি তৈরি করা যাবে ?
- 430 টি B. 440 টি C. 450 টি D. 460 টি
সমাধানঃ
নিরেট লম্ব বৃত্তাকার চোঙের ব্যাস 4.5 সেমি এবং উচ্চতা 10 সেমি
ব্যাসার্ধ =
আয়তন = ঘন সেমি
ধাতব মুদ্রার ব্যাস = 1.5 সেমি
ধাতব মুদ্রার ব্যাসার্ধ= সেমি, উচ্চতা = 0.2 সেমি
ধাতব মুদ্রার আয়তন = ঘন সেমি
ধরি, টি পুরু ধাতব মুদ্রা তৈরি করা যাবে
- বহিঃস্থ P বিন্দু থেকে O কেন্দ্রীয় বৃত্তের উপর PR এবং PS দুটি স্পর্শক । যদি PR= 8 সেমি এবং
তাহলে RS এর দৈর্ঘ্য
- 9 সেমি B. 8 সেমি C. 10 সেমি D. 4 সেমি
সমাধানঃ
যেহেতু এবং
বহিঃস্থ
বিন্দু থেকে O কেন্দ্রীয় বৃত্তের দুটি স্পর্শক
এবং
একটি সমদ্বিবাহু বাহু ত্রিভুজ
একটি সমবাহু ত্রিভুজ ।
সেমি
-
সমীকরণের y- অক্ষের উপরের ছেদ বিন্দু
-
B.
C.
D.
সমাধানঃ
অক্ষের উপরের ছেদ বিন্দুর স্থানাঙ্ক =
- একটি বৃত্তের ব্যাসের প্রান্তিক বিন্দু থেকে অঙ্কিত স্পর্শক দুটি
- লম্ব B. সমান্তরাল C. ছেদ করবে D. কোনটি নয়
সমাধানঃ
- 30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 নয়া থাকলে মধ্যমা বৃদ্ধি পায়
- 2 B. 1.5 C. 1 D. 0.5
সমাধানঃ
(যুগ্ম)
30, 34, 35, 36, 37, 38, 39, 40 এর মধ্যমা =
তম পদ
তম পদ
=
এবং
তথ্যে 35 না থাকলে (অযুগ্ম)
মধ্যমা = তম পদ =
30, 34, 35, 36, 37, 38, 39, 40 তথ্যে 35 না থাকলে মধ্যমা বৃদ্ধি পায়
- সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত
-
B.
C.
D.
সমাধানঃ
ধরি, সমান ব্যাস এর দৈর্ঘ্য = একক
ব্যাসার্ধ = একক
এবং সমান উচ্চতা = একক
যেহেতু নিরেট গোলকের উচ্চতা = নিরেট গোলকের ব্যাসার্ধ =
একক
লম্ব বৃত্তাকার চোঙের আয়তন= ঘন একক =
ঘন একক
নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কুর আয়তন = ঘন একক =
ঘন একক
এবং নিরেট গোলকের আয়তন = ঘন একক =
ঘন একক
সমান দৈর্ঘ্যের ব্যাস এবং সমান উচ্চতা বিশিষ্ট নিরেট লম্ব বৃত্তাকার চোঙ, নিরেট লম্ব বৃত্তাকার শঙ্কু এবং নিরেট গোলকের আয়তনের অনুপাত
- যদি একটি লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ
একক এবং তির্যক উচ্চতা
একক হয়, তাহলে সমগ্রতলের ক্ষেত্রফল হবে
বর্গ একক B.
বর্গ একক C.
বর্গ একক D.
বর্গ একক
সমাধানঃ
লম্ব বৃত্তাকার শঙ্কুর ব্যাসার্ধ একক এবং তির্যক উচ্চতা
একক হয়,
সমগ্রতলের ক্ষেত্রফল =
-
এবং
সমীকরণ দুটির সমাধান কি হবে ?
B.
C.
D. কোনটি নয়
সমাধানঃ
এবং
নাম্বার কে
দিয়ে গুন করে
নাম্বারে সঙ্গে যোগ করে পাই
এর মান
এ বসিয়ে পাই
-
এবং
বিন্দুগামী সংযোজক রেখাকে
অক্ষ কি অনুপাতে বিভক্ত করে ?
-
B.
C.
D.
সমাধানঃ
ধরি, এবং
বিন্দুগামী সংযোজক রেখাকে
অক্ষ
অনুপাতে
বিন্দুতে বিভক্ত করে
বিন্দুর স্থানাঙ্ক
অক্ষে
- 3 এবং
বীজ বিশিষ্ট সমীকরণ টি হোল
-
B.
C.
D. কোনটি নয়
সমাধানঃ
3 এবং বীজ বিশিষ্ট সমীকরণ টি হোল
-
ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে সর্বাধিক কত আয়তনের নিরেট শঙ্কু কেটে নেওয়া যাবে ?
ঘন একক B.
ঘন একক C.
ঘন একক D.
ঘন একক
সমাধানঃ
ব্যাসার্ধ বিশিষ্ট নিরেট অর্ধগোলক থেকে যে শঙ্কু কেটে নেওয়া যাবে তার উচ্চতা হবে
একক এবং ভূমির ব্যাসার্ধ
একক
শঙ্কুর আয়তন =
- একটি নদীর এক পাড়ে একটি তাল গাছ আছে, তার ঠিক বিপরীত পাড়ে একটি খুঁটি আছে। যদি খুঁটিটি কে নদীর পাড় বরাবর
মিটার সরিয়ে নিয়ে গেলে, খুঁটিটি নদীর পাড়ের সাপেক্ষে তালগাছটির সঙ্গে
কোন করেছে । তাহলে নদীটি চওড়া হবে
-
মিটার B.
মিটার C.
মিটার D.
মিটার
সমাধানঃ
এখানে, নদীর চওড়া অংশ , এবং
একটি সমকোণী ত্রিভুজ
মিটার
- O কেন্দ্রীয় বৃত্তের P একটি বহিঃস্থ বিন্দু । OP যোগ করা হল । এবার P বিন্দু থেকে দুটি স্পর্শক টানতে পরবর্তী পদক্ষেপ কি হওয়া উচিত ?
কেন্দ্রীয়
ব্যাসার্ধ বিশিষ্ট একটি বৃত্ত টানা
কে সমদ্বিখণ্ডিত করা উচিত
কে সমত্রিখণ্ডিত করা উচিত
- কোনটি নয়
সমাধানঃ
-
ত্রিভুজের
সেমি,
সেমি এবং
সেমি ।
এবং
সদৃশ কোনী ত্রিভুজ যেখানে
এবং
অনুরূপ বাহু এবং
সেমি, তাহলে
এর পরিসীমা হবে
-
সেমি B.
সেমি C.
সেমি D.
সেমি
সমাধানঃ
এবং
সদৃশ কোনী ত্রিভুজ, যেখানে
এবং
অনুরূপ বাহু
এর পরিসীমা =
মিটার
- তিনটি সমান বৃত্ত পরস্পরকে বহিঃস্পর্শ করে । বৃত্তে তিনটির কেন্দ্রের যোগ করলে কি হবে
- সমকোণী ত্রিভুজ B. সমবাহু ত্রিভুজ C. সমদ্বিবাহু ত্রিভুজ D. সদৃশকোণী ত্রিভুজ
সমাধানঃ
একটি সমবাহু ত্রিভুজ
- যদি
সমীকরণ দুটির বীজ সমান হয় তাহলে
-
B.
C.
D.
সমাধানঃ
সমীকরণ দুটির বীজ সমান হলে
- কোন ত্রিভুজের অন্তবৃত্ত অংকন এর ক্ষেত্রে প্রথম পদক্ষেপ কি হবে ?
- কোন গুলির সমদ্বিখন্ডক অংকন
- বাহুবলির সমদ্বিখন্ডক অংকন
- বাহু গুলির লম্ব সমদ্বিখন্ডক অংকন
- বহিঃস্থ কোণ গুলির সমদ্বিখন্ডক অংকন
সমাধানঃ
ত্রিভুজের,
এবং
যদি
সেমি,
সেমি এবং
সেমি ।
এর দৈর্ঘ্য কত হবে
A. সেমি B.
সেমি C.
সেমি D.
সেমি
সমাধানঃ
ধরি,
এবং এর ক্ষেত্রে
ও
এর ক্ষেত্রে
- নিচে পরিসংখ্যা বিভাজন দেওয়া হল
(x) চলরাশি |
(f) পরিসংখ্যান |
5 12 16 20 23 |
7 6 8 4 5 |
যৌগিক গড় কত ?
-
B.
C.
D.
সমাধানঃ
যৌগিক গড় =
-
বহুপদী সংখ্যামালার
উৎপাদক হলে
-
B.
C.
D.
সমাধানঃ
এই বহুপদী সংখ্যামালার
উৎপাদক হলে
এবং
এবং
-
সরলরেখাংশের উপর
একটি বিন্দু এবং
;
ও
বিন্দুর স্থানাক যথাক্রমে
এবং
;
বিন্দুর স্থানাক হবে
-
B.
C.
D.
সমাধানঃ
সরলরেখাংশের উপর
একটি বিন্দু এবং
বিন্দুটি হল
সরলরেখাংশের মধ্য বিন্দু,
বিন্দুর স্থানাঙ্ক =
- একটি ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের
বর্গ একক এবং ঘনকের দৈর্ঘ্য
একক হলে
-
B.
C.
D.
সমাধানঃ
ধরি, ঘনকের বাহুর দৈর্ঘ্য = একক
ঘনকের সমগ্রতলের ক্ষেত্রফলের বর্গ একক এবং
ঘনকের কর্ণের দৈর্ঘ্য
Share this Post
এই ব্লগ সাইটটির আরও উন্নতির জন্যে সকলের কাছে থেকে যেকোনো ধরনের পরামর্শ সাদরে গ্রহন করা হবে।