অষ্টম শ্রেণী
Solution of sample questions -VIII/অষ্টম শ্রেণী /দাগ নম্বর -3
3. প্রতিটি প্রশ্নের উত্তর দাও [প্রশ্নমান -২]
i. যোগের বিনিময় সংযোগ নিয়ম ব্যবহার করে মান নির্ণয় করো।
উত্তরঃ
ii. গুনের বিনিময় ও সংযোগ নিয়ম ব্যবহার করে মান নির্ণয় করো
উত্তরঃ
iii. ও এর মধ্যে 5 টি মূলদ সংখ্যা নির্ণয় করো
উত্তরঃ
ধরি,
এই মূলদ সংখ্যা গুলির বিশেষ বৈশিষ্ট হলো এরা সমদূরবর্তী।
iv. গল্প তৈরী করো ও ত্রৈরাশিক পদ্ধতিতে সমাধান করো :
গতিবেগ (কিমি /ঘন্টা ) দূরত্ব (কিমি )
9 112.5 12 ?
উত্তরঃ
গল্প : রতন বাবু তাঁর বাইসাইকেল করে 9কিমি/ঘন্টা গতিবেগে কিছু সময়ে তিনি 112.5 কিমি দূরত্ব যায়।
যদি সে তার সাইকেলের পরিবর্তে তাঁর মোটরসাইকেলে যেত তাহলে তিনি কত দূরত্ব অতিক্রম করতো
ওই একেই সময়ে , যদি তার মোটর সাইকেলের গতিবেগ 12 কিমি /ঘন্টা হয় ।
সমাধানঃ
গতিবেগ বাড়লে নির্দিষ্টি সময়ে বেশি দূরত্ব অতিক্রম করবে, আর গতিবেগ কমলে নির্দিষ্টি সময়ে কম
দূরত্ব অতিক্রম করবে,
গতিবেগের অনুপাতের সঙ্গে অতিক্রান্ত দূরত্বের অনুপাত সরলসমানুপাতে আছে
নির্ণেয় অতিক্রান্ত দূরত্ব
v. জল জমে বরফ হলে আয়তন 10% বৃদ্ধি পায়। এই বরফ গলে জল হলে
আয়তন শতকরা কত হ্রাস পাবে ?
উত্তরঃ
ধরি, ঘন একক জল জমে বরফে পরিণত হলো
ঘন একক জল জমে বরফে পরিণত হলে বরফের আয়তন হবে
ঘন একক ঘন একক
ওই ঘন একক বরফ গলে জলে পরিণত হলে জলের আয়তন হবে ঘন একক
আয়তনের হ্রাস = ঘন একক ঘন একক
শতকরা হ্রাস বরফ গলে জল হলে আয়তন শতকরা হ্রাস পাবে
vi. চিনির মূল্য 20% বেড়ে গেছে। তাই চিনির মাসিক খরচ অপরিবর্তিত
রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমান শতকরা কত কম করতে হবে ?
উত্তরঃ
ধরি, আগে মাসে টাকা খরচ হতো একক চিনির জন্যে
এখন, 20% চিনির মূল্য বেড়ে যাওয়াতে ওই একক চিনির মূল্য হবে
= টাকা = টাকা = টাকা
কিন্তু খরচ অপরিবর্তত রাখতে ওই টাকায় এখন কত চিনি পাওয়া যাবে,
এখন, টাকায় পাওয়া যায় একক চিনি ,, 1 ,, ,, একক চিনি ,, ,, ,, একক চিনি
চিনির পরিমানের মাসিক ব্যবহার কমবে = একক
চিনির ব্যবহারের শতকরা পরিমান কমবে
চিনির মাসিক খরচ অপরিবর্তিত রাখতে চিনির মাসিক ব্যবহারের পরিমান শতকরা কম করতে হবে
vii. t- এর কোন মানের জন্য একটি পূর্ণবর্গ সংখ্যামালা
হবে?
উত্তরঃ
পূর্নবর্গ হবে যদি হয় ,
হলে একটি পূর্ণবর্গ সংখ্যামালা হবে।
viii. দুটি বর্গের অন্তররূপে প্রকাশ করো :
উত্তরঃ
ix. হলে এর মান কত হবে?
উত্তরঃ
(i) নম্বরের উভয়পক্ষকে 3 দিন গুন করে পাই ,
(iii) নং এর উভয়পক্ষকে ঘন করে পাই,
x. হলে এর মান নির্ণয় করো।
উত্তরঃ
(i) নং এর উভয়পক্ষকে ঘন করে পাই,
xi. এবং হলে এর মান
নির্ণয় করো।
উত্তরঃ
এবং
xii. ঘন নির্ণয় করো :
উত্তরঃ
ঘন করে পাই,
xiii. এর উৎপাদক গুলির সমষ্টি কত হবে ?
উত্তরঃ
উৎপাদক গুলির সমষ্টি হলো :
xiv. সরল করো :
উত্তরঃ
xv. হলে এর মান কত ?
উত্তরঃ
(i) নং এর উভয়পক্ষকে বর্গ করে পাই,
(i) নং এর উভয়পক্ষকে ঘন করে পাই,
নং ও নং কে গুন করে পাই,
xvi. হলে কত হবে ?
উত্তরঃ
এর উভয়পক্ষকে দিয়ে গুন করে পাই,
নং এর উভয়পক্ষকে ঘন করে পাই,
xvii. কোনো কোনের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক এর মধ্যবর্তী
কোনের মান নির্ণয় করো।
উত্তরঃ
এর অন্তঃসমদ্বিখণ্ডক এবং বহিঃসমদ্বিখণ্ডক হলো
(অন্তঃকোন ও বহিঃকোনের যোগফল সর্বদা )
কোনো কোনের অন্তঃসমদ্বিখণ্ডক ও বহিঃসমদ্বিখণ্ডক এর মধ্যবর্তী কোনের মান .
xviii. সরলরেখাংশের ও বিন্দুতে সরলরেখাংশের বিপরীত
পাশে ও দুটি সমান কোনের সমদ্বিখণ্ডক দুটি
কিভাবে অবস্থিত তা নির্ণয় করো ?
উত্তরঃ
যেহেতু ,
ও সমদ্বিখন্ডকের ফলে উৎপন্ন কোনদুটিও সমান হবে, ও দুটি সরল রেখা এবং ছেদক এর ফলে উৎপন্ন একান্তর কোন ও আবার,
xix. একটি স্থুলকোনী সমদ্বিবাহু ত্রিভুজের সূক্ষকোণের পরিমাপ স্থুলকোনের
পরিমাপের অংশ হলে ত্রিভুজটির প্রত্যেক কোনের পরিমাপ
করো।
উত্তরঃ
ধরি , একটি স্থুলকোনী সমদ্বিবাহু ত্রিভুজ যার এবং হলো একটি স্থুলকোন,
যেহেতু,
ধরি,
প্রশ্নানুসারে,
এবং
xx. দেখাও যে একটি সমদ্বিবাহু ত্রিভুজের শীর্ষবিন্দু দিয়ে ভূমির সমান্তরাল
সরলরেখা শীর্ষ কোনের বহিঃ সমদ্বিখণ্ডক।
উত্তরঃ
প্রদত্ত : এর এবং
প্রামাণ্য : অর্থাৎ শীর্ষকোন এর বহিঃসমদ্বিখণ্ডক।
প্রমান :
এর সুতরাং,
এবং ছেদক। সুতরাং (একান্তরকোন )
এবং ছেদক। সুতরাং (অনুরূপকোন )
যেহেতু, , সুতরাং (প্রমাণিত )
Solution of sample questions – VIII / অষ্টম শ্রেণী / দাগ নম্বর 2:
http://sdtutoronline.com/solution-of-sample-questions-viii-2-2/